Biography

Himanish Goswami

হিমানীশ গোস্বামীর জন্ম ১৯২৬ সালের ১৮ মার্চ, বাংলাদেশের ফরিদপুর জেলার রতনদিয়া গ্রামে। পিতা পরিমল গোস্বামী। ১৯৩৭ সাল থেকে কলকাতার বাসিন্দা, পড়াশোনাও কলকাতায়। আঁকতে ভালোবাসতেন, আঁকা শিখতে লন্ডন গেছিলেন। দাবা খেলা নিয়েও আগ্রহী ছিলেন। কাজ করেছেন নানান সংস্থায়। শেষ কর্মজীবন কেটেছে আনন্দবাজারে, সাংবাদিক হিসাবে। বড়ো ও ছোটোদের জন্য বহু গল্প, উপন্যাস ও রম্যরচনা লিখেছেন, বহু কার্টুনও এঁকেছেন। তাঁর লেখা বইয়ের সংখ্যা প্রায় পঞ্চাশ। ২০১২ সালের ১৪ মার্চ তিনি প্রয়াত হন।