Biography

Author Picture

Siddhartha Ghosh

আসল নাম অমিতাভ ঘোষ। কিন্তু পাঠকের কাছে তাঁর প্রসিদ্ধি সিদ্ধার্থ ঘোষ নামেই। জন্ম ১৯৪৮ সালের ১৫ অক্টোবর কলকাতায়। ছোটবেলা থেকেই লেখালিখির শুরু হলেও ১৯৭১ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করার পরেই তা পূর্ণ মাত্রা পায়। কল্পবিজ্ঞান ও রহস্য গল্প-উপন্যাস লিখে খুব অল্প সময়ের মধ্যেই তিনি পাঠকপ্রিয় হয়ে ওঠেন। তাঁর সৃজনশীলতা বহুধাবিস্তৃত। ছবি তোলা, সঙ্গীত ও তার রেকর্ডিং, মুদ্রণ শিল্প, পুরোনো কলকাতা, কারিগরি বিদ্যার ইতিহাস, ডিটেকটিভ ও বিজ্ঞান আর কল্পবিজ্ঞান গল্পের ক্রমবিকাশ, সিনেমার আদি যুগ ইত্যাদি বহু বিষয়ে তাঁর অসামান্য কাজ রয়েছে। মাত্র ৫৪ বছর বয়সে তাঁর অকালপ্রয়াণ না হলে তিনি অবশ্যই তাঁর কাজের জন্য আন্তর্জাতিক খ্যাতি পেতেন।