Biography

Author Picture

Moniva Sadhu

মনিভা সাধুর শৈশব হুগলির এক প্রত্যন্ত গ্রামে কাটলেও কৈশোর ও যৌবনের প্রারম্ভ কাটে শিল্পাঞ্চল আসানসোলে। পিতা সুভাষচন্দ্র দত্ত, মা গীতা দত্ত উভয়েই শিক্ষকতা করতেন। তার জীবনে সেজোমামা অসিতারঞ্জন করের বিরাট ভূমিকা আছে। ছোটবেলা থেকেই সাহিত্যপ্রেম। স্কুলে পড়তেই লেখালেখির শুরু, স্নাতক হওয়ার সঙ্গে সঙ্গেই বিবাহিত জীবনে প্রবেশ করায় লেখালেখিতে সাময়িক ছেদ আসে। নারীদের যন্ত্রণা ও নানাবিধ সমস্যা তাকে ভাবায়। বর্তমান সময়ের সামাজিক মূল্যবোধের অভাব তাকে পীড়িত করে। পূর্বপ্রকাশিত কাব্যগ্রন্থ ‘মনমুখ একাকার’ ও ‘পানকৌড়ি সুখ’ ইতিমধ্যেই পাঠকের সমাদর পেয়েছে। প্রথম উপন্যাস ‘অনাবৃত অধোবাস’ প্রকাশিত হয়েছিল ধানসিড়ি প্রকাশন থেকে। ‘এক্কা দোক্কা খেলা’ তাঁর দ্বিতীয় উপন্যাস।