Biography

Author Picture

Amitabha Rakshit

অমিতাভ রক্ষিতের জন্ম উত্তর বাংলার জলপাইগুড়ি শহরে। বংশানুক্রমিক বসবাস প্রাক-কলকাতা যুগের সুতানুটি গ্রামে, তবে দ্বিতীয় মহাযুদ্ধের আগে থেকেই পরিবার দক্ষিণ কলিকাতাবাসী। বড় হয়েছেন সেখানেই। পড়াশুনা বালিগঞ্জ গভর্ণমেন্ট হাই স্কুল ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রযুক্তিবিদ্যায় পিএইচডি করেছেন আমেরিকায়। বসবাস কলোরাডো অঙ্গরাজ্যের ‘ডেনভার’ শহরাঞ্চলে। শরীর ও স্বাস্থ্য সংরক্ষণ সম্পর্কিত ব্যবসায়ে জড়িত।